চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ পালন করা হয়েছে। ১৫ আগষ্ট বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সার্বিক তত্বাবধানে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন।
এর পর একে একে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড, চরভদ্রাসন থানা,এমপি প্রতিনিধি,থানা আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে উপজেলা চত্বর থেকে এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি সদর বাজারের প্রধান সড়ক গুলো প্রদনি শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
জাতীয় শোক দিবসে উপজেলা চত্বরে কাঙ্গালী ভোজের আয়োজন করার পাশাপাশি স্কুলের শিার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মসজিদে দোয়া প্রার্থনা,ও আলোচনা সভা সহ দিনব্যাপী নানা কর্মসুচি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।