ষ্টাফ রিপোর্টার: ফরিদপুর চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ বেলায়েত হোসেন রুবেলের উদ্যোগে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে গাজীরটেক ইউনিয়নের শিকদার ডাঙ্গী গ্রামে তার বাসভবনের মুক্তাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের জেষ্ঠ সহ-সভাপতি মোঃ আজাদ খান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসন-৩২৫ এর জাতীয় সংসদ সদস্য স্থপতি বেগম নিলুফার জাফর উল্লাহ। এসময় বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, মোঃ বেলায়েত হোসেন রুবেল, মোঃ মোসলেম উদ্দিন খান প্রমূখ।
বক্তারা উপস্থিত জনতার সামনে দেশ উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন দিক তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহ্বান জানান।
সভার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান।