চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
এর পূর্বে “কমাতে হলে সম্পদের ক্ষতি নিতে হবে দূর্যোগের পূর্বে প্রস্তুতি” এ শ্লেগানকে প্রতিপাদ্য করে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা অনষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দীন আহম্মদ,শিক্ষক মো. রুহুল আমীন,উপজেলা প্রকৌশল অফিস সহকারী মো.গোলাম মোস্তফা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো. সাজ্জাত হোসেন,মো. কামাল হোসেন প্রমূখ।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।