চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভাঙ্গন কবলিত মানুষের খোঁজ নিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। শুক্রবার দুপুর ১ টার দিকে তিনি সদর ইউনিয়নের ঝুকিপুর্ন ভাঙ্গন এলাকা এমপি ডাঙ্গী গ্রামের ভাঙ্গন স্থান পরিদর্শন করেন ও এলাকাবাসীর খবর নেন।
এ সময় তার সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহুরুল হক,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,আ’লীগের সাধারন সম্পাদক কাউসার হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ হোসেন,যুবলীগের সাধারন সম্পাদক খোকন মোল্যা,ছাত্রলীগ সভাপতি বেলায়েত হোসেন রুবেল,মহিলা আ’লীগ নেত্রী রওশন আরা প্রমূখ।
প্রেসিডিয়াম সদস্য নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট মহলকে নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি দিনব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ ও সাধারন মানুষের সাথে ঈদ পরবর্তী সুভেচ্ছা বিনিময় করেন।