এ এস কাজল, ষ্টাফ রিপোর্টার:ফরিদপুর চরভদ্রাসনে মহিলা সংরক্ষিত আসন-৩২৫ এর জাতীয় সংসদ সদস্য স্থপতি কাজী নিলুফার জাফর উল্লাহর পক্ষ থেকে ঐচ্ছিক তহবিলের নগদ মোট ৩৮ হাজার টাকা বিতরন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। মঙ্গলবার বিকেল ৫টার পর উপজেলা সভা কক্ষে ৬টি দুস্থ পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
জানা যায়, পরিবার প্রতি ৬ হাজার টাকা করে ৫টি পরিবারের মাঝে নগদ ৩০ হাজার টাকা ও এক পরিবারকে ৮ হাজার টকা সহ মোট ৩৮ হাজার টাকা বিতরন করেন তিনি।
পরে তিনি উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সাধারন জনতার সাথে এক ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজাদ খান, মোঃ ইছাহাক হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসী, গোলাম মোস্তফা, মাসুদ ফকির, সেলিম রেজা,বেলায়েত হোসেন রুবেল প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার।