এ.এস কাজল, বিশেষ প্রতিনিধি: নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ ইস্যুতে স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রগ্রাম(ওকাপ)। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ওকাপ এর উপজেলা প্রগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসে নিপিরন,অত্যাচার ও প্রতারনার স্বীকার বেশ কিছু নারী ও পূরুষ। তাদের বর্ননায় উঠে আসে দালালদের খপ্পরে পরা প্রবাসীদের করুন সব কাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শফিউদ্দীন খালসী,ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী,আমীর হোসেন খান, প্রধান শিক্ষক শিরিন সুলতানা প্রমূখ।
ওকাপ সূত্র জানায় ২০১২ সাল হতে তারা চরভদ্রাসন উপজেলায় নিরাপদ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষন,স্পাউস মিটিং,প্রাক অভিবাসন প্রশিক্ষন,প্রবাসী মায়ের সন্তানদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষন প্রভূত কাজ করে আসছে।