চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন) বলেছেন চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের নদী ভাঙন প্রতিরোধে আগামী দুই তিন দিনের মধ্যে ব্যাবস্থা নেওয়া হবে। এমপি বলেন অত্র উপজেলার ভাঙন প্রতিরোধে ৩৩৪ কোটি টাকার স্থায়ী বাধঁ নির্মানের একটি প্রকল্প ইতিমধ্যে একনেক সভায় অনুমোদন হওয়ার অপেক্ষায় রয়েছে। আমি ডিজির সাথে কথা বলেছি এই বর্ষা মৌসুমে আপনাদের বাড়ি ঘর ও পাকা সড়ক নদীর করাল গ্রাস হতে রক্ষায় দুই তিন দিনের মধ্যেই ভাঙন এলাকায় কাজ শুরু হবে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভাঙন এলাকা পরিদর্শনে এসে উপস্থিত এলাকাবসির উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ,উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন,আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা,মোঃ আহসানুল হক মামুন ও এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ। জানা যায় চলতি বর্ষা মৌসুমে নদীতে জোয়ারের সাথে তীব্র শ্রোত থাকায় উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দেওয়া আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ এবং হুমকিতে রয়েছে চরভদ্রাসন উপজেলা পরিষদ। ভাঙন প্রতিরোধের বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন চরভদ্রাসন উপজেলার নদী ভাঙন প্রতিরোধে স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ক্ষতিগ্রস্থ এলাকা গুলোতে আগামী দু-তিন দিনের মধ্যে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Subscribe
Login
0 Comments
Oldest