সময় নিউজ ডেক্স: ফরিদপুর চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন মৃধার নেতৃত্বে ওয়ার্ড আ’লীগের বৃহৎ অংশ ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরীর নিক্সন এর সাথে একাত্মতা ঘোষনা করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় উক্ত ইউনিয়নের চরশালিপুর পশ্চিম গ্রামে সহশ্রাধিক লোকের উপস্থিতিতে এক জাকজমকপূর্ন যোগদান অনুষ্ঠানের মাধ্যমে প্রায় শতাধিক নেতা কর্মী সাংসদকে ফুলের মালা দিয়ে তার সাথে একাত্ম¡তা ঘোষনা করেন। যোগদানকৃত ওয়ার্ড সভাপতিরা হলেন ছাহের খন্দকার,রাশেদ ফকির,জমির খান,আফতাব ফকির,লালমিয়া ফকির এবং সেক্রেটারীরা হলেন মোজাহার মোল্যা,বিল্লাল মোল্যা,মোবরেক মোল্যা,বিল্লাল ফকির। এছাড়া থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মান্নান খানও সাংসদের নেতৃত্বের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন আমরা আওয়ামীলীগ ত্যাগ করিনি নিক্সন চৌধুরীর উন্নয়নের সাথে একাত্মতা প্রকাশ করে নেতৃত্ব পরিবর্তন করেছি মাত্র। তারা আগামী সংসদ নির্বাচনে তার সাথে থেকে কাজ করে তাকে জয়ী করার অঙ্গীকার করেন।
যোগদানকৃত সকলকে ফুল দিয়ে বরন করে নিয়ে সাংসদ বলেন ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসনের মানুষ আমাকে দোয়া ও ভালবাসা দিয়েছে। জনগনের উন্নয়নের জন্য কাজ করা আমার ঈমানী দায়িত্ব। আপনারা আমার সাথে থাকলে ইনশাআল্লাহ্ ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসনেকে আমি বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
এর পূর্বে চরভদ্রাসন সদর বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা মৎসজীরা সাংসদের সাথে একাত্মতা ঘোষানা করেন।
এ সময় সদরপুর ও চরভদ্রাসনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।