চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ইভটিজিং এর অপরাধে শনিবার দুপুরে সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত হানেফ খানের ছেলে শফি খান(৪৫)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট কামরুন নাহার এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান গত বুধবার(২৫ জুলাই) সকালে সদর ইউনিয়নের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে যৌন নীপিড়ন করে শফিক। শনিবার সকাল ৬ টার দিকে একই উদ্দেশে মেয়েটির প্রাইভেট পড়তে যাওয়ার রাস্তায় ওত পেতে থাকে সে। পরে মেয়েটিকে দেখে সে ঘটনার পূনরাবৃত্তি ঘটাতে গেলে স্থানীয় জনগনের হাতে ধরা পরে এবং তারা পুলিশে খবর দেয়। ঘটনা জানতে পেরে তিনি ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে দন্ড বিধি ১৮৬০ এর ধারা ৫০৯ ইভটিজিং এর অপরাধে অভিযুক্তকে এ কারদন্ড প্রদান করেন।
অভিযুক্ত শফিক ঘটনার দায় স্বীকার করে নিয়ে বলেন ‘আমার অন্যায় হয়েছে। আমাকে মাফ করে দেন।’