চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় সহশ্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে র্যালীটি উপজেলা পরিষদ হতে শুরু করে সদর বাজার হয়ে হাসপাতাল সড়ক ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।
‘সাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি ’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে র্যালীতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার,উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম,আনন্দ স্কুলের টি.সি মো: শাহিন মিয়া প্রমূখ।
র্যালী শেষে উপজেলা কমিউনিটি হলে সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল ইউনিয়নের ঝরে পরা শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিভিন্ন আনন্দ স্কুলের ৭০০ শিক্ষার্থীর উপস্থিতি র্যালী ও আলোচনা সভাকে সাফল্যমন্ডিত করে তুলে।