এ এস কাজল (ষ্টাফ রিপোর্টার): ফরিদপুর চরভদ্রাসনের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে এবছর এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত সুরাইয়ার লেখা পড়ার দায়িত্ব নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
এ ব্যাপারে জেলা প্রশাসক জানান স্থানীয় সংবাদ পত্রের মাধ্যমে সুরাইয়ার কথা জানতে পারি। বুধবার সাকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার কে সুরাইয়ার লেখা পড়ায় সহযোগীতার কথা জানিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিয়েছি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ফরিদপুর জেলা প্রশাসন সব সময় থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী তাৎক্ষনিক ভাবে সুরাইয়াকে উপজেলা পরিষদ থেকে চার হাজার টাকা বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছি। সুরাইয়ার ইচ্ছা বাড়ীতে থেকে লেখা পড়া করার। সেক্ষেত্রে চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডলের সাথে কথা হয়েছে। তিনি তার কলেজের পক্ষ হতে প্রযোজ্য সকল সুবিধা প্রাদন করবেন বলে জানিয়েছেন।
সুরাইয়ার পারিবারিক সূত্রে জানা যায় চার বোনের মধ্যে সুরাইয়া তৃতীয়। বড় বোন মারজান নাহার সরকারী রাজেন্দ্র কলেজে বাংলা বিভাগে এম এ,মেজ বোন পপি সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রী,ছোট বোন জান্নাত দ্বিতীয় শ্রেনীতে পরে। সামান্য দোকান থেকে যায় আয় আসে তাতে সংসার চালাতেই হিমসিম খাচ্ছিল তার পিতা ইসাহাক খান।
জেলা প্রশাসকের এমন উদ্যোগকে কৃতজ্ঞতা ভরে গ্রহন করেছে সুরাইয়ার পরিবার।