তৈয়বুর রহমান (তুহিন) চরফ্যাসন ভোলা : ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী নাজিম উদ্দিন আলমের পরিবর্তে কেন্ত্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র একাংশ।
রোববার (০৯ ডিসেম্বর) বিকাল ৩টায় ভোলার চরফ্যাসন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষে চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম প্রিন্স তার লিখিত বক্তব্যে বলেন, নাজিম উদ্দিন আলম বিশ্বাসঘাতক, ষড়যন্ত্রকারী, ওয়ান ইলিভেন সরকারের মদদপুষ্ট সংস্কারপন্থি ও বহিরাগত ব্যক্তি দিয়ে চরফ্যাসনে বিএনপির নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তৎকালীন সময়ে তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় কোন উন্নয়ন করতে পারেননি বরং উন্নয়ন করেছেন নিজের ও তার আত্মীয় স্বজনদের।
তিনি আরো বলেন, নাজিম উদ্দিন আলম তার ক্ষমতার আমলে সময়ে বহিরাগত নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে স্থানীয় বিএনপির অনেক নেতা-কর্মীকে নির্যাতিত ও হত্যাকান্ডে ইন্দন যুগিয়েছেন।
নাজিম উদ্দিন আলমকে ‘বিষফোঁড়া’ উপাধী দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিহত করার ঘোষনা দেন তিনি।
এসময় বক্তারা নাজিম উদ্দিন আলমের মনোনয়ন বাতিল করে ও কেন্ত্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নকে ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দলের নীতিনির্ধারকদের কাছে আহব্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা যুব দলের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আশ্রাফ, আখন দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম, উপজেলা তাতীদলের সিনিয়র সহসভাপতি টিপু মালতিয়া, উপজেলা ছাত্রদলের সহসভাপতি সোয়েবসহ, যুগ্ন সাধারন সম্পাদক রাশিদুল হাসান নয়ন উপস্থিত ছিলেন।