ইতালীস্থ গোপালগঞ্জ জেলা সমিতি পূনর্গঠনকল্পে রোমের তরপিনাত্তারা’য় সুন্দরবন রেষ্টুরেন্টে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও গোপালগঞ্জ জেলাবাসী উপস্থিত ছিলেন।
এসময় উপদেষ্টা কবির আহমেদ মোল্লার উপস্থিতিতে গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান পূর্বের কমিটির সফলতা ও ব্যর্থতা সকলের সামনে উপস্থাপন করেন। পরে সকলের মতামতের ভিত্তিতে গোপালগঞ্জ জেলা সমিতি বিলুপ্তি ঘোষনা করে, পূনরায় সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান এবং মোঃ মাসুদ মিয়াকে সাধারন সম্পাদক করে সংগঠনটি আগামী ৩ বছরের জন্য পূনর্গঠন করা হয়।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি কবির মহিউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আজাদ, সাংগঠিক সম্পাদক, গোলাম রসুল খান, সহ- সাংগঠিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক কাজী বিপ্লব এবং পারভেজ মুন্সীকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করা হয়।
এসময় আগামী কিছু দিনের মধ্যে নব গঠিত গোপালগঞ্জ জেলা সমিতির পূর্নাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করা হবে জানানো হয়।
নব গঠিত গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সকলের সহযোগিতা চেয়ে বলেন, সংগঠনটির সকল ক্ষমতার মূল শক্তি গোপালগঞ্জ জেলাবাসী। তাই আমরা চাই, সকলের স্বার্থে একে অপরের পাশে দাড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে এগিয়ে নিবে।