দ্বি বার্ষিক কাউন্সিলের মধ্যে দিয়ে ইটালীস্থ গাজীপুর সমাজ কল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর সমিতির আহবায়ক মুজিবর রহমান সরকার অনুষ্ঠানিক ভাবে এবং সর্ব সম্মতি সিদ্ধান্তে সোহরাব হোসেন সরকার কে সভাপতি এবং সাইফুল ইসলাম সরকারকে সাধারণ সম্পাদক করে এ আংশিক কমিটি ঘোষণা করেন।
আংশিক এই কার্যকরী কমিটিতে প্রধান উপদেষ্টার নাম মুজিবর রহমান সরকার, উপদেষ্টা ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম, সভাপতি আমিন রাডি, তুহিন বাঘমার, যুগ্ম সাধারণ সম্পাদক সানি মোহাম্মদ, রিপন দাস, সাংগঠনিক সম্পাদক এস এম কনক, সহ সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন, কোষাধ্যক্ষ মোঃ হীরণ।
দ্বি বার্ষিক এই কাউন্সিলে উপস্থিত ছিলেন ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইটালীর সভাপতি আফতাব বেপারী সহ সোয়েব দেওয়ান, শেখ মামুন, হাবীব মোকদম, জহিরুল ইসলাম, মোঃ আলী এবং বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা মুজিব সরকার বলেন” নতুন এই কমিটির সদস্যরা সর্বদাই এই বাংলা কমিউনিটির জন্য কল্যাণকর কাজ করে যাবে, যা হবে গাজীপুর বাসীর জন্য গৌরবের।”
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন” প্রবাসে আগামী প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি গাজীপুর জেলা বাসীর পাশে সর্বদা থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।”
আগামী ৩০ দিনের মধ্যে বর্ণাঢ্য অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সভাপতি সোহরাব হোসেন সরকার।