গাজীপুর জেলা সমাজকল্যাণ সমিতি,ইতালির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিশিষ্ট সাংবাদিক গাজী টিভির ইতালি প্রতিনিধি খলিল কাউসার শাহীনকে আহবায়ক এবং জাহাঙ্গীর পাঠানকে সদস্য সচিব করে গঠিত কমিটির দূই যুগ্ম আহ্বায়ক হলেন,মতিউর মেহেদী ও রাসেল রাজ।সদস্যরা হলেন,এস এম মোমেন,রবার্ট রোজারিও,পাভেল রানা,আনিস সরকার,নাজমুল আলম মোস্তাক,আশরাফুল কবীর,সামছুল হক,ফজলুল হক,মোঃ রাসেল, সানি মোহাম্মদ,হযরত আলী,গোলাপ মিয়া,রিপন দাস,আসাদুজ্জামান বাপ্পী ও মোঃ হিরন।
নবগঠিত কমিটির আহ্বায়ক সাংবাদিক খলিল কাউসার শাহীন বলেন,আহবায়ক কমিটি গঠনের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবো আমরা। তিনি বলেন,গাজীপুরবাসীকে ঐক্যবদ্ধ করে ইতালীতে একটি সুন্দর সমাজ গঠনে দায়িত্ব পালন করবো। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।