গণভবনে ১৪ দল ও ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ চলছে

ঢাকা, ৭ নভেম্বর ২০১৮ (বাসস) : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ আজ সকাল ১১টা ১০ মিনিটে গণভবনে শুরু হয়েছে। আওয়ামী লীগ সূত্র এ কথা জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ১১ সদস্যের ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আনিসুল হক, ডা. দীপু মনি এবং অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের এ প্রতিনিধিদলে রয়েছেন- আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আব্দুল মালেক রতন এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

উল্লেখ্য ১ নভেম্বর গনভবনে এই দুই রাজনৈতিক জোটের প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments