সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যে জন-স্রোত ছিল, মানুষ বিএনপি‘র জনপ্রিয়তা দেখিছে, এবার নিরপেক্ষ নির্বাচনে দেশবাসী তা প্রমান দিবে।
মনিরুজ্জামান মনির: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল বিএনপির নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভা ও ইটালী যুবদলকে সাংগঠনিক শক্তিশালী করার লক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে সমাবেশের আয়োজন করেছে যুবদল ইতালী শাখা।
“দেশ ও জনগণকে বর্তমান এই সরকারের কাছ থেকে রক্ষা করতে হলে প্রথমেই বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। কোন আলোচনা সংলাপে নয়, বরং তার জন্য দরকার দুর্বার আন্দোলন।” বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইটালী শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলল্লেন, ইটালি বিএনপির সভাপতি হাজী আবদুর রাজ্জাক।
সুষ্ঠু নিরপেক্ষ সংবাদ প্রচারে আহ্বান জানিয়ে ইটালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বলেন, দেশে মিডিয়ার অনেক ভূমিকা রয়েছে। তাদের বস্তুনিষ্ঠ সংবাদই পারে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে।
যুবদল ইতালী শাখার নব গঠিত কমিটির সভাপতি জাকির হোসেন গনি বলেন, দেশে বিএনপির জনসভায় এ জনশ্রেুাত কে রুখবে এবার অপেক্ষা শুধু বিজয়ের। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক বেগম জিয়া ও গনতন্ত্র মুক্তির আন্দোলন সংগ্রাম ইটালি বিএনপির পাশে থাকার ঘোষনা দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইটালী বি এন পির সহ সভাপতি হাজী নূরে আলম, জহিরুল আলম, ফিরোজ খান, মইনুল আলম খোকন, আব্দুল কাদের বেপারী, আশরাফুল হক, আলম শাহ।
বিশেষ বক্তা ছিলেন ইটালী বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক শাহ্ মোঃ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, রায়হান মোল্লা, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধ্যা, ইটালী বিএনপির প্রচার সম্পাদক মৃধা শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন।
শুভেচ্ছা বক্তা ছিলেন ইটালী যুবদলের সিনিয়র সহসভাপতি এ কে আজাদ, সহ সভাপতি তৌহিদ সুমন, যুগ্ম সম্পাদক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরহাদ হোসেন রাসেল সহ যুবদলের নেতাকর্মী এবং ইটালি বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইটালির বিভিন্ন শহর থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রোমের ভিত্তোরিও‘তে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন রোম ছাড়াও বিভিন্ন প্রভিন্সিয়ার লাতিনা তেরেসিনা বি এন পির সাধারণ সম্পাদক রিপন শরীফ খান, তেরেসিনা ফসিলন থেকে গোলাম মোস্তাফা, সফিক মাঝি, বাবুল তালোকদার, মিলান থেকে যুবনেতা রাজু খান, মোতাহার হোসেন, ভেনিস থেকে শরীফ হাওলাদার, আব্দুল তুষার, মোঃ শামীম হোসেন।
বক্তারা বলেন, দেশ এবং দলের এই দুঃসময়ে যে কোন কিছুর বিনিময়ে, শুধু মাত্র আন্দোলন সংগ্রাম করতে হবে।