মনির মোল্যা : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে। তিনি রবিবার বিকালে নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কান্দীতে এক নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কাইচাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাহেব আলী মেম্বারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপাজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ .কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন মোল্লা, গোলজার শরীফ, রেজাউল আলম রিজু, মোহাম্মাদ আলী জয়নাল আবেদীন, সাব্বু মিয়া, আব্দুর রাজ্জাক, ডাঃ ফারুক হোসেন প্রমুখ।