খালেদা জিয়াকে ছাড়া দেশে কখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা মুক্তি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির নির্বাহী কমিটির অর্থ সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের মুক্তির দাবিতে সৌদিআরবে বসবাসরত ব্রাক্ষনবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্দোগে মঙ্গলবার জেদ্দায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তফন,জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন সৌদিআরব বিএনপির সহসভাপতি কেফায়েত উল্লাহ কিসমত সহসভাপতি আব্দুল মান্নান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন।
সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাক্ষনবাড়িয়া জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী মুকিব বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। কিন্তু সরকার চক্রান্ত করছে ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতে। কিন্তু সেটি সরকারকে করতে দেওয়া হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করার আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না৷ খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তিনি অবিলম্বে গায়েবী মামলা ও গ্রেপ্তার বন্ধ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন।