আমীর চারু বাবলু : ফরিদপুরের- বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধখালীতে দোয়া, প্রার্থনা আর কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহাত্তর তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিন ঘটিকায় বোয়ালমারী উপজেলা কৃষক লীগ অফিসে আওড়াম্বর উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে উন্নয়নের সম্রাজ্ঞী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি দানবীর কাজী সিরাজুল ইসলাম। কৃষকলীগের বোয়ালমারী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজুল ইসলাম -প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বর্তমান সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন – বঙ্গবন্ধু কন্যা ,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বের সুবাদেই আমরা আজ হাজারো উন্নয়নের কথা বলতে পারছি । আজ আমরা বিদ্যুত উৎপাদনে বিশ হাজার ম্যাগাওয়ার্ডের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রীই তার দৃঢ়তাপূর্ণ সাহসী পদক্ষেপের জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দিতে পেরেছি আমরা । আজ মানুষ উন্নত বিশ্বের নাগরিকদের মতো অজ-পাড়াগায়ও ইন্টারনেট ব্যবহার করতে পারেন, আজ মোবাইল ফোন, ইন্টারনেট থেকে শুরু করে আধুনিক বিশ্বের সকল প্রকার সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে। এ সব সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকারের বদৌলতে। তিনি বাংলাদেশ কে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে পরিকল্পনা নিয়েছে । তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা কে জয়ী করতে হবে। আমি শতভাগ আশাবাদী প্রধানমন্ত্রী নৌকা প্রতীক আমার হাতেই তুলে দিবেন। দলের প্রয়োজনে যদি তিনি আমাকে মনোনয়ন নাও দেয়, তবুও আমাদের সম্মিলিত ভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যাতে স্বাধীনতা বিরোধীদের হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার সমৃদ্ধশালী বাংলা আর না যায়। কাজী সিরাজুল ইসলাম -স্বাধীনতার চেতনাকে ধারণ করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান করেন। বক্তব্য শেষে কাজী সিরাজুল ইসলাম নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন । এ সময় তুমুল করতালি ও শেখ হাসিনার জন্মদিন, শুভ হোক শুভ দিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে দলীয় কার্যালয়। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ দোলোয়ার হোসেন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জুম্মা মসজিদে মিলাদ মাহফিল, দোয়ার আয়োজন করা হয়।মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।
এছাড়াও একই দিনে কাজী সিরাজুল ইসলাম নিজ জন্ম গ্রাম শিরগ্রাম বাজারে গণসংযোগ করে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। বেলা এগারোটায় আলফাডাঙ্গা কৃষক লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালায় নেতা কর্মী নিয়ে আনন্দ শোভাযাত্রা করেন, শোভাযাত্রাটি আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে কেক কাটেন কাজী সিরাজ । এ সময় আলফাডাঙ্গা কৃষক লীগ অফিসে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি সোলায়মান আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ
বিকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয় ফরিদপুরের মধুখালীতে। কৃষক লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে মধুখালী উপজেলার রেলগেটস্থ কৃষক লীগের অফিসে ৭২ পাউন্ডের কেক কাটেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি কবিরুল আলম মাও, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য আকরামুল করিম, মোঃ আসাদুল করিম, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাচু, শরিফুল ইসলাম কল্লোল, কামরুজ্জামান কামরুল, কামরুজ্জামান বাবু, সৈয়দ শাহিনুল ইসলাম শাহীন, মিরাজুল ইসলাম, জাবির খান প্রমুখ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সিরাজুল ইসলাম সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, ততদিন দেশ নিরাপদ থাকবে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আলোচনা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।