কুমিল্লা নামে বিভাগের দাবিতে সমাবেশে যোগ দিতে এমপি বাহার লন্ডনে পৌঁছেছেন

কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকায় লন্ডন বিমান বন্দরে পৌঁছেছেন।আগমী ৯ জুলাই, বিকাল ৬ টায় লন্ডনের রয়েল রিজেন্সী হলে নাগরিক সংম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেই সঙ্গে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটির লন্ডনের সংগৃহীত মাসব্যাপী গণস্বাক্ষরের কপি গ্রহণ করবেন এবং যুক্তরাজ্য থেকে সংগৃহীত গণস্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পৌঁছে দিতে তা তুলে দেওয়া হবে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে।

ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কুমিল্লার ২০টি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকে।

গত ৮ জুন সর্ব সম্মতিক্রমে সলক সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে গ্রেটার কুমিল্লা এলায়েন্সের সভাপতি সফল ব্যবসায়ী সাইফুল ইসলাম দুদুকে আহবায়ক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ৭১ টিভির ইউকে প্রতিনিধি তানভীর আহমেদকে সদস্য সচিব ও হৃদমিক কেয়ার ইউকের প্রধান নির্বাহী রুহুল আমীনকে প্রধান উপদেষ্টা করে ৭১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করেন দ্য কুমিল্লা কন্সোর্টিয়াম ইউকে’। পরে ৯ জুন এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আহবায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়।

বাংলাদেশ থেকে সপরিবারে লন্ডনে পৌঁছানোর পর বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে অভাবনীয় ফুল ও ভালোবাসার সংবর্ধনার মাধ্যমে গ্রহণ করেন ইউকে বসবাস শতশত বৃহত্তর কুমিল্লার ব্রিটেন প্রবাসীরা।

সংসদ থেকে টেলিকনফারেন্স, রাজনীতি থেকে রাজপথ, কুমিল্লা থেকে ঢাকা, এই পথ ধরে মধ্যপ্রাচ্য, মালয়শিয়া, জাপান, ইউরোপের ফ্রান্সের প্যারিস, ইতালির ভেনিস, রোম, মিলান, পাদোভা, জাপানের টোকিও, মালদ্বীপের মালেসহ পৃথিবীর বিভিন্ন দেশ ও শহর প্রবাসীদের ডাকে সাড়া দিয়ে ছুটে চলছেন মুক্তিযোদ্ধা বাহার।এই ডাক আসে তাঁর কাছ বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের নিকট থেকে। এই বন্ধন ভালোবাসার এবং বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের স্বপ্ন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য। বৃহত্তর কুমিল্লার মানুষ যাঁকে ঘিরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আশার বুক বাঁধে, তিনি আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়।

যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর কুমিল্লার প্রবাসীদের তরফে আগামী রবিবার ৯ জুলাই বিশাল আয়োজনকে ঘিরে তাদের মধ্যে লন্ডন জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য এবং তাঁর বক্তব্যে শুনার জন্য অপেক্ষার প্রহর গুনছেন হাজার হাজার ব্রিটেন প্রবাসী। কুমিল্লার মুকুটহীন সম্রাট ও সেই সঙ্গে সমতটের জননায়ক খ্যাত বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারের স্বপ্ন কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন।

বৃহত্তর কুমিল্লার প্রায় এক কোটি পঁচিশ লাখ জনসংখ্যা। সিক্ষা, সংস্কৃতি,ঐতিহ্য ও ইতিহাস নিয়ে এগিয়ে কুমিল্লা। দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি রেমিট্যান্সেও টানা অনেক বছর শীর্ষ স্থানে কুমিল্লা। প্রবাসীদের প্রতি চার জনের একজন বৃহত্তর কুমিল্লার।

পরিবেশ, অর্থনীতি, শিক্ষা ও অবকাঠামো সবদিক থেকে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য অনেক আগে থেকেই উপযুক্ত। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়ায় সব শ্রেনীর মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ ও প্রবাসীরা নিজেদেরকে বন্চিত মনে করেন বেশি। তাই সব শ্রেনীর মানুষের আশা ভরসার কেন্দ্রীয় চরিত্রে চলে এসেছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।

এই কর্মসূচির ফলে দেশ ও বিদেশে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অনেক, সেই সঙ্গে কুমিল্লা তথা বৃহত্তর কুমিল্লার অবিসংবাদিত নেতা হিসেবে তাকে ভাবা হচ্ছে বা সমতটের জননায়ক হিসেবেও খ্যাতি পাচ্ছেন আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়। আগামী ৯ জুলাই রবিবার লন্ডনের বিখ্যাত রয়েল রিজেন্সী বিশাল হলরুমে তাঁর সভা সবদিক দিয়ে সাফল্য অর্জন করুক, সেই সঙ্গে স্বপ্ন পূর্ণতা লাভ করুক বৃহত্তর কুমিল্লার কোটি মানুষের।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments