কুইন্স পার্ক বাংলাদেশ এসোসিয়েশন নির্বাচন প্যানেল পরিচিতি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার 27 অক্টোবর কুইন্স স্পার্ক কোর্ট ড্রপ স্ট্রীট এ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আসন্ন বাংলাদেশ এসোসিয়েশন এর প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন. নাজমুল-ফয়সল-তারিন প্যানেলের দিকনির্দেশক বুলবুল আহমেদ, এতে আলোচনায় অংশগ্রহণ করেন।
কমিউনিটি নেতা আলহাজ্ব সামসু মিয়া, হাজি উস্তার আলী, মুসব্বির মিয়া,এম এ মতিন, তারাউল ইসলাম, রাকিব মিয়া, রেফুল মিয়া, মোস্তফা মিয়া, রেনু মিয়া,আব্দুস সালাম, জমশেদ মিয়া প্রমূখ।
ছাতা মার্কা পরিষদের চেয়ারম্যান মসুদ বক্স নাজমুল, ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম মইন, সেক্রেটারী এম ডি ফয়সল মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সারোয়ার মিয়া, ট্রেজারার রুহুল আহমেদ তারিন, এক্সিকিউটিভ মেম্বার মন্সুর খান, মোহাম্মদ আকমল. হোসেন জুয়েল,ফরহাদ আহমেদ,ফারুক মিয়া লাতিফ,মোহাম্মদ এনামুল, আলমগীর হোসেন,মোস্তাক হাসান,ইকরাম উল্যাহ নুরু,মহিউদ্দিন প্রমুখ।
বক্তার কমিউনিটির সার্বিক উন্নয়ন এবং শক্তিশালী এসোসিয়েশন বিনির্মানের ছাতা মার্ক প্যানেল কে নির্বাচিত করার আহ্বান জানান ।