লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার পাটিকাপাড়া প্রজেক্ট থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ চুরি হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার ৬ জুলাই প্রজেক্টের মালিক হাজী মোঃশাহআলম বাদী হয়ে এজাহারভুক্ত ১৫ জনসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭।
মামলার বিবরনে জানা যায়, উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া ৩ নং ওয়ার্ড মৌজায় ৯ একর জমিতে ৮ বছর ধরে মাছ চাষ করে আসছে হাজী শাহ আলম। গত বছর এ প্রজেক্ট থেকে তিনি প্রায় ২০ লক্ষ টাকার মাছ বিক্রি করেন। এবছর আরো বেশি পরিমান মাছ বিক্রির আশা করেছিল মালিকপক্ষ।
কিন্তু গত ০৬ জুলাই দুপুর ১২ টায় ঐ মাছের খামারে আফাজ উদ্দিন(৬০),মাহাআলম(৪০),রুবেল(৩২) সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন মৎস্য প্রজেক্টে অনধিকার প্রবেশ করিয়া প্রায় ১২ লক্ষ টাকার মাছ চুরি করে।
প্রজেক্ট মালিক আলহাজ্ব শাহ আলম এ প্রতিনিধকে জানান, আমি বাড়ীতে না থাকার সুযোগে এজাহার ভুক্ত ১ ও ৩ নং আসামী সহিত আমার পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমার অজান্তে উপরোক্ত আসামীগণ দেশিয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার প্রজেক্টের প্রায় ১৫০ মন মাছ চুরি করে। আমি মাছ চুরির সংবাদ পেয়ে দ্রুত প্রজেক্টের উদ্দেশে যাওয়ার পথে মাছ সহ ১টি পিকাপ ভ্যানকে আটক করি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন বলেন, দিন দুপুরে মাছ চুরির ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল হইতে ৫মন মাছ জব্দসহ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।