লালমনিরহাট জেলার কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর এবং সন্তানসম্ভবা নারীসহ পাচঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
২৫ আগস্ট রবিবার সকালে উপজেলার (উত্তর মুশরত মদাতী কাগজী পাড়া গ্রামে) এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে উত্তর মুশরত মদাতী গ্রামের নুরুজ্জামানের সঙ্গে একই এলাকার কামরুল হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রবিবার সকালে নুরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কামরুল হাসানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় বাধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন আব্দুল কাদেরেরর ৬ মাসের অন্তসত্ত্বা স্ত্রী পপি বেগম ও নারগিস বেগম কে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে ঘরের ভিতরে বাক্সের তালা ভেঙে নগদ ৭৫,২০০/ টাকা ও পপি বেগম এর গলায় থাকা দশ আনা ওজনের চেইন স্বর্ণালংকার যার মুল্য ২৫,০০০/ টাকা লুট করে নিয়ে যায় এবং টিনের টাটি বেড়া ভাংচুর করিয়া ২৫,০০০/ ক্ষতি করে।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত বলেন, নার্গিস নামে একজন বাদি হয়ে মামলা করেছে , তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।