লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম আনছারিয়া আজিমিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে অবৈধ কমিটি বাতিল করে পূণরায় সদস্য সংগ্রহ করে আইনানুগ ভাবে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জোর দাবি জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবকরা।
অভিভাবকদের পক্ষে আমিনুর ইসলাম জিয়া বলেন, উঃ দলগ্রাম বিএএডি দাখিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসলেও মাদরাসা সুপার আঃ খালেক তার ব্যক্তিগত স্বার্থ রক্ষায় শিক্ষা মন্ত্রনালয় ও মাদরাসা শিক্ষা বোর্ডের নীতিমালা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে তার নিকট আত্মীয় সরকারী কর্মচারী পরিবার পরিকল্পনা ইউনিয়ন পরিদর্শক কর্মরত মোঃ মুর্শিদুল হক কে গোপনে বারবার সভাপতি নির্বাচন করেন। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যোগসাজশ করে প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য,প্রতিষ্ঠানের বনজও ফলজ বৃক্ষ নিধন করে অবৈবধভাবে প্রচুর অর্থ আত্মসাৎ করে। প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে কোন প্রকার প্রচার প্রসার এবং সরকারী নিয়ম অনুসরন করা হয়নি এবং মাদরাসা সুপার সভাপতির সাথে আতাত করে ইচ্ছেমতো একটি মনগড়া কমিটি গঠন করেছেন। যা নিয়ে অভিভাবক মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি আইনানুগভাবে দেখার জন্য অভিভাবকগণ উর্ধতন কর্মকর্তার নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।