বাংলাদেশের মৌলভীবাজারের ডলি কানাডার প্রথম বাংলাদেশী বংশোব্দুত এমপিনির্বাচিত হয়েছেন।
৭ জুন অনুষ্ঠিত অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েষ্ট আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) এর মনোনয়নে নির্বাচিত হয়েছেন তিনি। মৌলভীবাজার জেলার মনুমুখ ইউনিয়নের সন্তান ডলি বেগম। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সুজন মিয়ার নাতনী। বাংলাদেশী ডলি বেগমের এ ইতিহাস লেখা জয় মৌলভীবাজার বাসীর, দেশবাসীর অার সব প্রবাসীর গর্বের অর্জন।
ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমানহোসেইন এক অভিনন্দন বার্তায় বলেন বহিঃবিশ্বে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে । প্রবাসে মূলধারার রাজনীতির সাথে আরো সম্পৃক্ত হওয়া দরকার ।
তারা বলেন এমন অর্জন প্রবাসে বাংলাদেশী নতুন প্রজন্মকে স্ব স্ব দেশে মূল ধারার রাজনীতিতে যুক্ত হতে নিঃসন্দেহে উৎসাহ যোগাবে, প্রাণিত করবে ।