মনির মোল্যা : দক্ষিণ বাংলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে আওড়াম্বর আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুলাই ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনে ২০১৮/১৯ বর্ষের নবীন ছাত্রীদের লালগোলাপ দিয়ে বরণ করে নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্য মন্ডিত কলেজটির প্রতিষ্ঠিতা, বর্তমান সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। দানবীর, শিক্ষা অনুরাগী কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন – নারী শিক্ষার অগ্রগতি ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনিত শিক্ষা কার্যক্রমে নারী শিক্ষার যথাযথ পদক্ষেপ গুলো সুষ্ঠু ও সুন্দর ভাবে বাংলার প্রতিটি মানুষের নিকট পৌঁছে দিতে হবে । নারী শিক্ষার অগ্রগতি ছাড়া একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব।
আজকের নবীনরাই আগামীর সম্ভাবনার দুয়ার তাই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে । আজ শপথ গ্রহণ করতে হবে শিক্ষার আলোকে অত্রাঞ্চল সহ সারা দেশে কে তোমরা আলোকিত করবে। আর তোমাদের শপথকে বেগবান করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, বোয়ালমারী কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, মুক্তিযুদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দূর রশিদ, খান মোস্তাফিজুর রহমান সুমন, মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ , আ স ম অহিদুজ্জামান তিতাস, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন ছাত্রি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মোরছালিন অনুষ্ঠানটি সঞ্চলনার দ্বায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক শিরীন হোসেন।