মনির মোল্যা : ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগন।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে আসার পর আজ বুধবার তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এ উপলক্ষে বোয়ালমারী কৃষক লীগ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য আসাদুল করিম, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিয়া, সাধারন সম্পাদক আকরামুজ্জান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেনসহ ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ। দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছার জবাবে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বলেন, পবিত্র হজ পালন শেষে সুস্থ্যভাবে আপনাদের মাঝে আসতে পেরে আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থেকেছি। আগামীতেও আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সেই দোয়াই করি মহান রাব্বুল আলামিনের কাছে।
কাজী সিরাজুল ইসলাম বলেন, আপনারা সব সময় আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসায় আমি অভিভুত। আমি জনগনের সেবক হিসাবে সব সময়ই আপনাদের পাশে থাকতে চাই।