এবার ঈদের নামাজে মুসল্লীগণ ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি পরে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষ এক সূত্রে জানা গিয়েছে। জার্সি পরে সমর্থকরা আল্লাহর দরবারে দুই দলের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করবেন বলে জানালেন একজন সমর্থক।
নিজের ও দলের নাম প্রকাশ না করার শর্তে সমর্থকগোষ্ঠীর অন্য এক উর্ধ্বতন কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, ঈদের জামায়াতকে উপলক্ষ করে মূলত তাঁরা একটা নীতিনির্ধারনী জনসেবা করার চিন্তা করছে। সেখানে অপর পক্ষের সমর্থকদের প্রতিহত করার বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান।
বিভিন্ন গোয়েন্দাসংস্থা মারফত জানা যায় যে, জার্সির কালার ভেদে এবারের ঈদের জামাতও আলাদা হওয়ার সম্ভবনার কথা উড়িয়ে দেয়া যায় না। সেক্ষেত্রে দুই দলকে পৃথক করতে জামাতের মাঝ বরাবর কাটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে দুর্যোগ- ও পূনর্বাসণ মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানান।
দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের জামাতকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে দাঙ্গা-হামলা প্রতিহত করার জন্য এবং দেশের আপামর জনগণকে একটা শান্তিপূর্ণ ঈদের দিন উপহার দেয়ার জন্য সরকারের স্বরাষ্ট্র- মন্ত্রনালয় পুলিশবাহিনীর সকল সদস্যের ছুটি বাতিল করেছেন বলে জানালেন ডিএমপির এক উর্ধ্বতন কর্মকর্তা।