মনির মোল্যা : জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বার) বিকাল ৪ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়ার সাকরাইল খেলার মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী শ্রমিকলীগের সহ-সভাপতি সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক নাছিরুদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, আওয়ামী লীগ নেতা এফ,এম, ছিদ্দিকুল আলম বাবলু, দেলোয়ার হোসেন ফকির, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ্ মোঃ মশিউর রহমান, এনায়েত হোসেন চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথীর বক্তব্যে জুয়েল চৌধুরী বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ফরিদপুর-২ আসনে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় বিজয়ী করবো ইনশাল্লাহ্।