জাকির হোসেন, বোয়ালমারী (ফরিদপুর) : কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি, ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় অনলাইন পত্রিকা ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, পদের নয় জনপ্রিয়তার ভীত্তিতে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেবেন শেখ হাসিনা। ফরিদপুর-১ আসনে কে বেশী জনপ্রিয় নেতা সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। কে মনোনয়ন পাবেন তাও মানুষ অনেকটা আন্দাজ করে ফেলেছে। মাঠের চিত্র এখন শেখ হাসিনার টেবিলে। অতএব সমাজের কল্যাণ কামী, সৎ আদর্শবান, দূর্নীতি মুক্ত নেতৃত্বের সঙ্গে থাকুন। শেখ হাসিনার পাশে থাকুন। উন্নয়নের ধারা বাহিকতা রক্ষা, জঙ্গী, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক মুক্ত বাংলাদেশ নির্মাণে সহায়তা করুণ। তিনি বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন কৃষকলীগের ত্রি বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ সহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম ছড়োয়ার মৃধা। জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন, বোয়ালমারী পৌর কৃষকলীগের সভাপতি রোকনুদ্দীন মোল্য ও শিক্ষক মুনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে গাজী সামসুজ্জামান খোকন কে সভাপতি ও সাহিনুজ্জামান সোহাগ কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট চতুল ইউনিয়ন কৃষকলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।