মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলায় এবার ৪২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের দূর্গাপূজা মন্ডপের প্রতিমা তৈরি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১৫ই অক্টোবর সোমবার মহাষষ্ঠী তিথির মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা উৎসব।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুন কুমার সরকার জানান, এবার উপজেলার ৮টি ইউনিয়নের ৪২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে মন্ডপগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেবীকে স্বাগত জানাতে সবখানেই এখন সাজসাজ রব।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, শারদীয় দূর্গা উৎসবমূখর করতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। সকল পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।