“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।” মনের ভিতর লুকিয়ে থাকা স্বদেশ প্রেমের এমন সুর সযত্নে ফুটিয়ে তুলেছেন ৪০ বছর যাবত সাউদাম্পটন (ইউকে ) বসবাসকারী সিলেটের কৃতি সন্তান ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম মিয়া।
শামীম মিয়া Southampton এ জাহাঙ্গীর রেস্টুরেন্টের সামনে ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের আদলে শহীদ মিনার। যেখানে একুশে ফেব্রুয়ারিতে বাঙ্গালীরা ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা জানান । রেস্টুরেন্টের ভিতরে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, রয়েছে বাংলাদেশর মানচিত্র। সবকিছু মিলিয়ে এ যেন এক টুকরো বাংলাদেশ। শামীম মিয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে খাঁটি দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন।
ইউকে প্রবাসী মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, একদিকে বৃটেনের বুকে বঙ্গবন্ধু’র ভাস্কর্যের স্থাপন করেছেন লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক। অন্যদিকে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত, বিশিষ্ট ব্যাবসায়ী ও যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম মিয়া Southampton এ শহীদ মিনার প্রতিষ্ঠা করে দু’জনই সম্মানের জায়গা রয়ে যাবেন আজীবন।