মনির মোল্যা, স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েবদ ইসলাম রিংকু বলেছেন, এই বছর সব ধর্ম বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধিনভাবে পালন করতে পারে নাই। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রত্যেকদিন চেতনা বিক্রি করে খেতো। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।
বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশ কারো বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মহতির কারণে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।
শামা ওবায়েদ আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। নিজে একজন আপোসহীন হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে। তারেক রহমান একজন মুক্তিযোদ্ধা ও রাস্ট্রপতির সন্তান। তিনি তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই এই বছরটি হোক গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।
সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসেন, শ্রমিকদল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমূখ।
১৫ এপ্রিল ২০২৫