রাজিউল হাসান পলাশ : আসন্ন ঈদে একই সঙ্গে টিভি প্রিমিয়ার ও অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার রচিত দীপংকর দীপন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি “ঢাকা অ্যাটাক”
২০১৭ সালের ব্যবসাসফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেসরকারি টিভি এটিএন বাংলায় দুপুর ৩টা ১০ মিনিটে ‘ঢাকা অ্যাটাক’ প্রচারিত হবে। এর পরে কিছুদিনের মধ্যে ছবিটি ইন্টারনেটে পাওয়া যাবে।
টিভি প্রিমিয়ার ও অনলাইনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির লেখক এডিসি সানী সানোয়ার। তিনি সময় নিউজকে বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ঈদে দর্শকের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিবে। দুই একদিনের মধ্যে অনলাইনেও মুক্তি দেওয়া হবে ‘ঢাকা অ্যাটাক’। ছবিটিতে অভিনয় করেছেন শুভ, মাহি, আলমগীর, আফজাল হোসেন, সৈয়দ হাসান ইমাম, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র ও তাসকিন রহমান।
স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবারকল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০১৭ সালের ৬ অক্টোবর দেশের প্রায় ২০০ প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়। দেশের গণ্ডি পেরিয়ে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।