পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াওয়েই নিখোঁজ হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ পাচ্ছেন না। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফ্রান্স।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক সপ্তাহ আগে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বের হয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মেং হোয়াওয়েই। পরিবারের সদস্যদের দাবি, এর পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই বছর আগে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন মেং। ৬৪ বছর বয়সী মেং চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ নেতা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তের পর ফরাসি কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সে নিখোঁজ হননি মেং। তাঁর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এই তদন্ত শুরু হয়। এক বিবৃতিতে ইন্টারপোল জানিয়েছে, মেং হোয়াওয়েইর নিখোঁজ হওয়ার বিষয়ে ওয়াকিবহাল সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফ্রান্স ও চীন—উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় এটি।’ সংস্থাটি দাবি করেছে, প্রেসিডেন্ট নন, মহাসচিবই ইন্টারপোলের প্রতিদিনের কর্মকাণ্ড দেখভাল করে থাকেন। প্রেসিডেন্ট মেং ইন্টারপোলের নির্বাহী কমিটির নেতৃত্বে ছিলেন এবং সংস্থাটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ২০২০ সাল পর্যন্ত মেং-এর মেয়াদ ছিল। ২০১৬ সালের নভেম্বরে তিনি সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে চীনের জননিরাপত্তাবিষয়ক বিভাগের উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। পুলিশ বিষয়ে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা আছে তাঁর।
বিশ্বের মোট ১৯২টি দেশ ইন্টারপোলের সদস্য। অপরাধীকে গ্রেপ্তার করতে কোনো দেশে কর্মকর্তা পাঠানো বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা নেই ইন্টারপোলের।
সূত্র: প্রথম আলো