একটা সময়, রোম তথা ইতালির সাংস্কৃতিক অঙ্গন ইউরোপের সেরা অবস্থানে ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এখন ভিন্ন। প্রতিষ্ঠিত অনেক জনপ্রিয় শিল্পীর বিলেত পাড়ি জমানো, সমাজে বিনোদন কমে যাওয়াসহ অনেক কারন এর পিছনে রয়েছে।
ইতালি ছেড়ে অন্য দেশে চলে গেলেও, আশার কথা হলো অসংখ্য সঙ্গীত অনুরাগী প্রতিভাবান শিল্পী এখনো ইতালিতে রয়েছে এবং দেশ থেকেও অনেকে আসছে।
সময়ের দাবী, প্রয়োজন এখন নতুনদের প্লাটফর্ম করে দেয়া, দেশীয় কৃষ্টি সংস্কৃতি বিদেশে ছড়িয়ে দিয়ে মর্যাদা অর্জন করা।
যারা প্রতিনিয়ত ইতালির বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে, সেই মূলধারার সাংবাদিকদের উদ্যোগে ‘প্রতিভার সন্ধানে’ শিরোনামে ইতালিতে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে “The Rising Star”
আয়োজকরা ইতিমধ্যে নিজস্ব থিম সং এর সাথে ইতালির বিভিন্ন শহরের অংশ বিশেষ নিয়ে মার্জিত একটি ভিডিও চিত্র প্রচারে আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি দি রাইজিং স্টার ইভেন্ট অনলাইন রেজিষ্টশন শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকে রেজিষ্টেশনও করেছে। যারা অনলাইনে করতে চান তারা এই লিংকে ক্লিক করতে পারেন https://form.jotformeu.com/TheRisingStar/the-rising-star
আয়োজকরা জানায়, মিউজিক্যাল ট্যালেন্ট শো’তে ইতালির যেকোন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করতে পারবে, তবে ইতালির প্রধান শহর রোম, মিলান, ভেনিস, বলোনিয়া, পালেরমো ও নাপলিতে অডিশন হবে। যারা ইয়েস কার্ড পাবে তারা পরবর্তিতে রোম শহরে গ্রান্ড ফাইনালে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে থাকবে এবং প্রতিভার সর্বোচ্চ প্রতিফলনে বিচারকদের বিচারে সেরা শিল্পী নির্বাচিত হবে।
সাড়া জাগানো The Rising Star কে সফল করতে স্পন্সর ও মিডিয়া ব্যক্তিত্বদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন আয়োজক প্রধান, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান।
তিনি বলেন, ইভেনটির মাধ্যমে প্রতিভা বিকাশের সাথে ইতালিতে বাংলা সংস্কৃতির উপস্থাপন হবে, অন্য দিকে সুস্থ ধারার বিনোদনের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় সম্ভব হবে কমিউনিটিকে এগিয়ে নেয়ার।