ইতালী বিএনপি‘র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোমের মসজিদে মক্কি’তে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন এবং প্রধান উপদেষ্টা হাজী লকিয়ত উল্ল্যাহ সংক্ষিপ্ত আলোচনায় বলেন, দেশও জাতিকে রক্ষা করতে হলে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশে-প্রবাসে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।
এসময় তারা আরও বলেন, দেশে নিরপেক্ষ সরকারের অধীন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। তবেই বাংলার মানুষ পাবে জনগনের রায়, নয়তো আওয়ামী বাকশাল সরকারে শাসন পাকাপোক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, আব্দুল কাদের বেপারী, মঈনুল খোকন, যুগ্ম সাধারণ শাহ মো: তৌহিদ কাদের, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, হুমায়ুন খান,প্রচার সম্পাদক মৃধা সহিদুল ইসলাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ যুবদল এবং ইতালী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দলীয় প্রধান খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা শেষে সকলেই ইফতারে অংশগ্রহণ করেন।