অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব এর সহ সভাপতি ও শ্রীনগর প্রেস ক্লাব এর আজীবন সদস্য জাকির হোসেন সুমন এর নানু সাফিয়া খাতুন ( ৯২) আজ ভোর সোয়া তিন টায় ঠাকুরগাঁও জেলা শহরের ঘোষপাড়া নিজ বাড়ী তে ইন্তেকাল করেন। ইন্না… রাজেউন । মরহুমা সাফিয়া খাতুন বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুনুর রশিদ ও অভিনেতা, কন্ঠ শিল্পী শেখ আমানুর এর মাতা। তার গ্রামের বাড়ী মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামে। ও শশুর বাড়ী একই উপজেলার উওর রাঢ়ীখাল শেখ বাড়ী । আজ বাদ যোহর নামাজে জানাজা শেষে ঠাকুরগাঁও জেলা শহরে সেনোয়া গোরস্থানে দাফন করা হয় । মৃত্যু কালে মরহুমা সাফিয়া খাতুন দুই কন্যা, এক পুএ সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সাংবাদিক সুমনের নানু র মৃত্যুতে শ্রীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঙাপন করেন।
Subscribe
Login
0 Comments
Oldest