ইতালী প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রোমে কোন না কোন ব্যক্তি বা সংগঠনের আয়োজনে চলছে ইফতার ও দোয়া মাহফিল। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর ফরাজীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার সুন্দরবন রেষ্টুরেন্টে শনিবার এ আয়োজন করা হয়।
ইফতারের আগে দেয়া বক্তব্যে জাহাঙ্গীর ফরাজী বলেন, ‘ইতালি আওয়ামী লীগ আগে থেকেই শক্তিশালী ছিল। কোনো কুচক্রী মহল দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে রুখতে পারেনি। সভাপতি দীর্ঘদিন অসুস্থ থাকায় দলের গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জোয়ার বইয়ে দিতে কাজ করতে হবে।’
ইফতারের আগে প্রবিত্র কোরআন তেলোয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ ইতালি আ.লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালি আ.লীগের যুগ্ম সম্পাদক এম এ রব মিন্টু। এ সময় সর্ব ইউরোপ আ.লীগ সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি আলি আহমেদ ঢালী, আব্দুর রব ফকির, জসিম উদ্দিন, নজরুল ইসলাম মাঝি, মো. সাইদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সর্দার লুৎফর রহমান জামান মোক্তার, মহিলা সম্পাদিকা মলি জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনির এইচ ফরাজী, ইতালী আওয়ামী লীগের প্রচার সম্পাদক মান্নান মাদবর, দপ্তর সম্পাদক হাবীব মকদম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী, কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক জহিরুল আলম, সহ সভাপতি টিপু মুন্সী, পান্নু খান সহ আরো অনেকে উপস্থিত ছিল।
ইফতার অনুষ্ঠান শেষে মোঃ জাহাঙ্গীর ফরাজী ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় ইতালী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ২৩ টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।