শেখ ফরিদ সভাপতি, বেলাল হোসেন ভুইয়া সাধারন সম্পাদক, ফজলে এলাহী ভুইয়া রাজু সাংগঠনিক সম্পাদক
ষ্টাফ রিপোর্টার : ইতালীতে বসবাসরত ফেনীবাসীদের সংগঠন ফেনী জেলা সমিতির নতুন কার্যকরী পরিষদ ঘোষিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ অরিয়েন্টাল রেষ্টুরেন্টের হলরুমে প্রধান নির্বাচন কমিশনার আহেমদ নাঈম ও নির্বাচন কমিশন সচিব সিরাজউল্যাহ পঞ্চায়েত এ কমিটি ঘোষনা করেন।
নির্বাচন কমিশনের দীর্ঘ কয়েকমাসের অক্লান্ত পরিশ্রমের ফলে ইতালীস্থ সর্ব স্তরের ফেনীবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ ফরিদ সভাপতি,
বেলাল হোসেন ভুইয়া সাধারন সম্পাদক, ফজলে এলাহী ভুইয়া রাজু সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়।
নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এ জনাকীর্ণ এ সভায় সর্বস্তরের ফেনীবাসীর উপস্থিতিতে নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল তোড়া ও মালা দিয়ে সকলে শুভেচ্ছা জানান।
এ সময় নির্বাচন কমিশনার মোর্শেদুল হক, আলাউদ্দিন শিমুল, আওরঙ্গজেব রিপন, গোলাম মাওলা মিলন, আবু ছায়েদ কাবলু ছাড়াও আরো উপস্থিত ছিলেন লিটন হাজারী, ফরিদ আহাম্মেদ ভুঁইয়া ও আরো অনেকে।
সভায নবনির্বাচিত সভাপতি জনাব শেখ ফরিদ ও সাধারন সম্পাদক জনাব বেলাল হোসেন ভুঁইয়া উপস্থিত সকল ফেনীবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন আপনার আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা আপনাদের সুনাম অক্ষন্নু রাখার সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা আশা করি আপনাদের সহযোগিতা সব সময় আমাদের সাথে থাকবে।
কমিটি ঘোষনা ও শুভেচ্ছা বিনিময়ের পর উপস্থিত সকলে নৈশভোজে অংশগ্রহন করেন।