মুসলিম দেশসমূহ সহ সারা বিশ্বে রহমত, মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ মাসের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি আর তাই ধর্মপ্রাণ মুসল্লি ও রোজাদারের সম্মানে ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো: জসিম উদ্দিনের ফেন্ডস গ্রুপ প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
রোমের মন্তানিওয়ালা‘র বাইতুল মোক্কারম জামে মসজিদে শুক্রবার ২য় রমজানে ফেন্ডস গ্রুপের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এসময় রাষ্ট্রদূত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কেএম লোকমান হোসেন, জিএম কিবরিয়া বর্তমান সভাপতি আফতাব বেপারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইতালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি মো: জহিরুল ইসলাম, রোমা নদ আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ইতালী শাখার সভাপতি মো: রতন ছাড়াও ইতালী আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
এসময় সামাজিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মজিবুর সিকদার সহ আঞ্চলিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামিক সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের ইমাম মাহে রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। তাই অন্যান্য মাসের তুলনায় অত্যাধিক ফজিলতের রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য সকলকে আহ্বান করেন। পরিশেষে দেশ ও মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় এবং নির্দিষ্ট সময়ে সকলেই ইফতারে অংশগ্রহন করেন।