এমডি রিয়াজ হোসেন, রোমঃ ইতালী রোমে নারী সংগঠন তুসকোলনা নারী সংস্থার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রোমের তুসকোলানায় নমিদিও কোয়াদরাতো চিকেন কিং এর হল রুমে আয়োজিত অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নায়েব আলী।
প্রথম পর্বে নারী নেত্রী সানজিদা আহমেদ ববির সভাপতিত্বে তুসকোলানা নারী সংস্থা ইতালীর সভাপতি মেরীন খান, প্রধান উপদেষ্টা মাসুমা আক্তার, মন্জু আক্তার, সুবর্না ইয়াসমিন, সাধারন সম্পাদক সোনিয়া রহমান, সিনিয়র সহ সভাপতি তানজিন হোসাইন, সহ সভাপতি বিউটি আক্তার, মাফিয়া আক্তার সাথী, সহ সভাপতি ডলি আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক ফারজানা আক্তার লিয়া, ফারহানা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক সাহিদা ইয়াসমিন ঝুমা, কোষাধ্যক্ষ কারিমা আক্তার মুনিয়া ,আইন সম্পাদক রওশন আরা খুকু, শিশু বিষয়ক সম্পাদক সাকিনা আক্তার সহ কমিটির সদস্যদের অভিষিক্ত করা হয়। দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি মেরীন খান এর সভাপতিত্বে ,নুরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মুনসুর আহমেদ শিপু, জালালাবাদ কল্যান সংঘের সভাপতি অলিউদ্দিন শামিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার জামান , বাংলাদেশ সমিতির ইতালী সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারন সম্পাদক ইমাম হাসান লিখন, ইমরান চৌধুরী বাবু, বাংকার ব্যবসায়ি সমিতি ইতালির সভাপতি মইনুল হোসাইন ময়না, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসাইন,মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ,সাধারণ সম্পাদক সৈয়দা রুনা, নারী নেত্রী সেলিনা আক্তার শেলী সহ আরো অনেকে। পরে নব গঠিত কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন তুসকোলানা সমাজ কল্যান সমিতি, বাংকার ব্যবসায়ি সমিতি ইতিলী, বৃহত্তর ঢাকা সমিতি, জালালাবাদ কল্যান সংঘ, মহিলা সংস্থা ইতালী, সানপাওলো সামাজিক সংগঠন, মহিলা সমাজ কল্যান সমিতি, গাজিপুর সমিতি, প্রবাসী মহিলারা ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তোলার আহবান জানান।