ইতালীর রোমে সেন্তসেল্লে বাইতুসসালাম জামে মসজিদ ও নূরানী মাদ্রাসা’র আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন এসেক্স জামে মসজিদের খতিব ও এনটিভি’র জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান‘জীবন জিজ্ঞাসা’র আলোচক শাইখ মাহমুদুল হাসান।
এসময় মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম সহ অনেকে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান।
সেন্তসেল্লে বাইতুস্সালাম মসজিদের খতিব মাও: রহমত উল্লাহ’র পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের সকল মসজিদের সম্মানীত ইমাম ও খতিবগন।
সার্বিক সহযোগিতায় থাকা সেন্তসেল্লেবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন মানিক তার শুভেচ্ছা বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি শাইখ মাহমুদুল হাসান আলোচনায় বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শান্তিময় জীবন যাপন করতে হলে প্রতিটি ক্ষেত্রে কুরআনকে আকঁড়ে ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, অমুসলিম দেশে বসবাস করছি তাই সর্তকতার সাথে চোখ ও মুখ ব্যবহার করে নিজের আত্মশুদ্ধি নিজেদেরই করতে হবে। আমাদেরই দায়িত্ব নতুন প্রজন্মকে ইসলাম সর্ম্পকে জানানো এবং তাদের মুক্তির রাস্তায় আগ্রহ সৃষ্টি করা।