জাকির হোসেন সুমন : সেবার মান বৃদ্ধি ও সেবা গ্রহন কারীদের সহযোগীতার জন্য আজ হতে ভেনিসের মেসএে কমুনে হলে শুরু করা হয়েছে মিলান কনসুলেট অফিসের গ্রাহক সেবা। ইতালীর ভেনিস আওয়ামীলীগ, যুবলীগ ও ছাএলীগ এর ব্যবস্থাপনায় মিলান কনসুলেট অফিসের কর্মকর্তা রা পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রদান সহ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানে র লক্ষে কাজ করছে।
ভেনিস ও আশে পাশের শহর হতে কয়েকশ মানুষ এ সেবা গ্রহন করছে। তবে সেবা নিতে আসা অনেকের সাথে বাক বিতন্ডা র দৃশ্য লক্ষকরা গেছে সিরিয়াল টোকেন নিয়ে। এ সময় সেবা সার্ভিস এ উপস্হিত ছিলেন মিলান কনসুলেট অফিসের কনসাল শামসুল আহসান, রফিকুল করিম, অ্যাডমিনিস্ট্রেটিব অফিসার সুবীর চন্দ সরকার ও কাজী নসিবুল ইসলাম। ২০ ও ২১ শে অক্টোবর শনিবার ও রবিবার এই দুই দিন কনসুলেট সেবা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।