জাকির হোসেন সুমন : জামে মসজিদ কমিটি ও সেন্ট্রাল জামে মসজিদ ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইতালীর ভেনিসে।
আজ রবিবার সকালে মেসএের সিনেমা দানতে হলে আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সেই সাথে নতুন কমিটি করার আহবান জানানো হয়। বক্তারা অভিযোগ করে বলেন সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ আলী অন্যায় ভাবে মসজিদ কমিটির টাকা নিজের কাছে রেখে অর্থ সম্পাদক সহ কয়েক জনকে কমিটি হতে বাদ দিয়ে দেন। সাবেক কমিটির অর্থ সম্পাদক রফিকুল ইসলাম বলেন বর্তমানে সাবেক সভাপতির কাছে প্রায় ৬১ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৬১ লক্ষ টাকার বেশি জমা রয়েছে।
বক্তারা বলেন, সেই টাকার হিসেব চাওয়াতে কয়েক জনকে কমিটি থেকে সরিয়ে টাকা আত্মসাতের চেষ্টা করছেন । তাছাড়া কয়েক বছর ধরে মসজিদের জন্য ভবন ক্রয় করার কথা বলে কয়েক হাজার ইউরো মানুষের কাছ হতে তুলে নিজের কাছে রেখে, নিজ ব্যবসায় পুজি খাটানোর অভিযোগ তোলেন অনেকে।
আলোচনা ও মতবিনিময় সভায় আগামী প্রজন্মর জন্য ইসলামিক শিক্ষার প্রসার, মসজিদের জন্য নতুন ভবন ক্রয় ও আর্থিক সহায়তা চেয়ে মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, হাফেজ আবেদর জসীম, মাওলানা হাবীব, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আরিফ মাহমুদ, মাওলানা জাকির হোসেন, হান্নান হাওলাদার প্রমূখ।
বক্তারা বলেন মসজিদের জন্য বভন দেখা হচ্ছে , সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ভেনিসে সেন্টাল জামে মসজিদ ক্রয় করা সম্ভব হবে ।