জাকির হোসেন সুমন : ইতালীর ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের সাথে বিভিন্ন সমস্যা ও তা নিরশন নিয়ে মতবিনিময় সভা করেছে ইতালীর বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল পার্তিত ডেমোক্রাটিক (পিডি)। ভেনিসের মেসএের ভিয়া দানতে র একট হল রুমে মতবিনিময় সভায় উঠে আসে এখানে বসবাস রত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের বাসার সংঙ্কট, কর্মক্ষেএে কাজের মর্জাদা, ইমিগ্রেসন সমস্যা, ইতালীয়ান ভাষা শিক্ষা সমস্যা, রেসিডেন্ট সমস্যা, কর্মক্ষেএে যাওয়া ও আসার সময় পরিবহন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সে সময় প্রবাসী বাংলাদেশীদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। সে সময় মতবিনিময়ে উপস্হিত ছিলেন। ভেনিসের সিটি কাউন্সিলর পিডি র ছামবো মনিকা, সিটি কাউন্সিলর পিডি র রোসতেনগিন এমানুয়েলে, ভেনিসের সাধারন সম্পাদক পিডি র দদি জরজো, সার্কেল সাধারন সম্পাদক পিডি র এোনকিন উমবেরতো, সার্কেল সদস্য পিডি র মিমমো ছালদ্রো, সার্কেল সদস্য পিডি র দেজছা ফ্রানছেসকো , ভেনিস বাংলা স্কুলের সহ সভাপতি এম ডি আকতার উদ্দিন, ভেনিস বাংলা স্কুল কমিটির নাছির উদ্দিন পান্না, সোহেলা আক্তার বিপ্লবী, মদিনা বেগম, রুনু আক্তার, সুরাইয়া আক্তার, ফখরুল চৌধুরী, কাজী মাহফুজ রানা, মোহাম্মলাদ আলম, বনী, রুমা আক্তার প্রমূখস।
আলোচনা শেষে উপস্হিত পিডি র নেতৃবৃন্দ পুরোপুরি না হলেও সাধ্য মত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এবং ইতালী প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন।