জাকির হোসেন সুমন : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ইতালীর ভেনিসে হিন্দু ধর্মের মহা উৎসব দূর্গাপূজা দশমী দিয়ে শেষ হলো। ভেনিসে বসবাস রত হিন্দু সম্প্রদায় মেসএের ভিয়া দেল্লা কুরুস্কা তে জাকজমক এ উৎসবের জন্য ভারতের কলকাতা হতে আনা হয় মা দূর্গার মূর্তি।
২০০৩ সাল হতে ভেনিসে পূজা র আয়োজন করা হয় বলে জানান পূজা কমিটির সভাপতি বাবু কৃষ্ণ চন্দ্র দাস। উৎসবের শেষ দিনে মা দূর্গা কে বিদায় জানাতে আয়োজন করা হয় গান ও সিদুর খেলা। সবাই সবার কপালে ও মুখে সিদুর মেখে উলুদ্ধনী দেয়া হয়। পূজা মন্ডব এর পুরোহিত সুমন ঠাকুর শেষ বারের মতো প্রনাম জানায় আগামী বছর মা দূর্গাকে ফিরে পাবার আসায়। শুধু বাংলাদেশী ই নয় মা দূর্গার বিদায় বেলায় ইতালীয়ান বাংলাদেশী সাজে উপভোগ করেন বিজয়া দশমী।