জাকির হোসেন সুমন : বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের দুই অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দিন খাঁন ও মোঃ আবু সাঈদ শেখ কে সংবর্ধনা দিয়েছে ইতালীর ভেনিসে বসবাসরত আব্দুল্লপুর আঞ্চলিক সমিতি ভেনিস। ভেনিস বাংলা স্কুলের সার্বিক সহযোগিতায় মেসএে রর করসো দেল পোপোলো তে হোটেল আম্বাশিতরি হল রুমে জাক জমক এ সংবর্ধনা অনুষ্ঠানে সোহেলা আক্তার বিপ্লবী ও জাহাঙ্গীর এর উপস্হাপনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি তাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজ্বী আব্বাস আলী, মোঃ রফিকুল বারী (রহমান), সাইফুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, আনোয়ার হোসেন খাঁন, টিপু চৌধুরী, ফখরুল চৌধুরী, মতিউর রহমান।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্হিত ছিলেন বশির আহমেদ, সাখাওয়াত খাঁন, আমির হোসেন, আলমাছ, আল আমিন প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দুই প্রধান অতিথি কে ফুল দিয়ে বরন করে নেন ভেনিসে বসবাস রত কিশোরগন্জ জেলার আব্দুল্লাপুর ইউনিয়নের জনগন। এর পর সংগঠনের সভাপতি ক্রেস্ট তুলে দেন আব্দিল্লাপরু এর কৃতি সন্তান শিক্ষা মন্ত্রনালয় এর অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দিন খাঁন কে। এর পর ভেনিস বাংলা স্কুল এর পক্ষ থেকে সভাপতি সৈয়দ কালরুল সারোয়ার ও স্কুল কমিটির সদস্যরা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ শেখ কে। সে সময় আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন সে সময় ভেনিস বাংলা স্কুল কে সাধ্য মতো সহযোগীতার আশ্বাস দেন। উল্যেক্ষ সরকারী সফরে দুই অতিরিক্ত সচিব ডেনমার্ক আসেন। এরপর ব্যক্তিগত সফরে তারা ইতালীর ভেনিসে আসলে তাদের সংবর্ধনা দেয়া হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পী রা সঙ্গীত পরিবেশন করেন।