ইতালীর সবচেয়ের প্রবীণ ব্যক্তিত্ব সাংবাদিক লুৎফর রহমানের ৪৫ বছর পূর্তিতে ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব, ইতালী’ যৌর্থ ভাবে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ সময় প্রধান অতিথি রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, জনাব লুৎফর রহমান একজন সাদা মনের মানুষ, তিনি সম্মান পাওয়ার মতই একজন ব্যক্তি। যার কোন অহংকার নেই, বরং তিনি এই সমাজকে অলংকৃত করেছেন। তাকে সম্মান দিয়ে সত্যিই এই সাংবাদিক পরিবার প্রশংসনীয় কাজ করেছে, এই উদ্যোগ অব্যহত থাকলে ইতালীর সত্যিকারের ভাল মানুষগুলো অন্তত সম্মান পাবে।
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং বাংলা প্রেসক্লাব ইতালীর সহ সভাতি লাবণ্য চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি আবু সাইদ খান, হাজী মোঃ জসিমউদ্দিন, ইতালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, বাংলাদেশ সমিতির সহ-সভাপতি ফিরোজ খান, আওয়ামী লীগ নেতা আইয়ুব খান প্রিন্স, আতিয়ার রসুল কিটন, আবু তাহের।
এছাড়াও বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মিন্টু, সহসভাপতি মজিবুর রহমান সিকদার, আলামীন ভূইয়া, অলিউদ্দিন শামীম, বাংলাদেশ বাংকার সমিতি রোমের আহমেদ সেলিম, ওসমান সরদার সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, ইটালী আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাবীব মোগদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী,সদস্য মোহাম্মদ আলী, আমিন বেপারী, বরিশাল যুব বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক নাসির খান, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে নীলুফার বানু, উম্মে হানি চৌধুরী, শামিমা পপি, বাবলী ইউসুফ, শেলী ও ইফা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা একটি সুন্দর সমাজ গঠনে লুৎফর রহমানের মত সমাজ সেবী হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালী, বরিশাল বিভাগ সমিতি এবং হিউম্যান আন্ডার কনস্টাকশন নামের সামাজিক সংগঠন লুৎফর রহমানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানায়।